ভালোবাসার পাপ
কখনো জলে ডুবিস কখনো ভাসিস নীলে
পাখা কোথায় তোর পাখি?
একদিন আমিও আকাশ ছিলাম
আমি কাকে ভালোবাসি?
কোন একদিন সাঁতার কেটে যাস আমার বুকে
একদিন না হয় মাছ হয়ে যাস ডুব সাঁতারে
ডুবতে ডুবতে আমরা নদী হয়ে গেলে
না হয় ভাসব দুজন নীলে;
তুই শিমুল দেখিস আমি পলাশ
দুটোই তো লাল, চোখ তাকালে
ভালোবাসা কখন লাল হয় জানিস?
ভালোবাসা বিহনে;
কখনো তুই স্বপ্ন ভাঙিস কখনো ভাঙিস আমায়
টুকরো টুকরো কত ব্যথা মনে পড়ে যায়
কখনো পাইনি প্রেম, যখন তোকে খুঁজি
আচ্ছা তুইই বল, মন ভাঙলে পাপ হয় না বুঝি?
তুই শরীরে শরীর খুঁজিস
আমি খুঁজি তোকে,
বল তো আদিম খেলায় হারজিত কার হয়েছে?
ভালোবাসা আমায় পাপ দিয়েছে।
চমৎকার কবি ভাই।
বরাবরের মতো আপনার লিখায় মুগ্ধতা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
নামকরণের সার্থকতা অসাধারণ হয়েছে কবি জীবন বাবু।