কথামালা
শরতের আকাশ “বুনোহাঁস”-
কখনো চ্যাটে খেলছে— হেলেদুলে চলছে-
ডিম পাড়ছে-
শুয়ে আছে মিটমিট করে কিছুটা দূরে আনমনভাবে তাকিয়ে-
মনখারাপের অাড়ষ্টতা-
প্রকৃতির পুরো থালাটাই বাঁধাধরাহীন ফেসবুক-
“নোটিফিকেশন” মৃদুমন্দ ভাবে দুলছে-
বৃষ্টির নিম্নচাপ-
হঠাৎ কালো মেঘ-
ঝড়—
আবার “সেলফির” বিচরন-
রোদের হুঙ্কার ——
লাইক কমেন্টের স্নান খাওয়া।
চিটচিটে, আঁশটে।
বেশ লিখেছেন কবি।
অনেক সুন্দর দিদি ভাই।
দারুণ হয়েছ বোন।