প্রেম
স্বচ্ছ জলে এলোমেলো চুল
পাশ কেটে যাওয়া
স্বার্থপর লোভী মাছ
স্নিগ্ধ আবেগের উথালপাথাল পাঁক
ছেলেটি
চুনোপুঁটি খুঁজছে
হাঙরের আলজিহ্বা বরাবর
এক বালতি সফল সুস্থতায় নিমজ্জিত
নিউরন, চোখের কালো অংশ
কাঁপা ঠোঁট—
মন্দ বায়ুর চলাফেরা
শান্ত টোপে জলের ঝিকিমিকি
বড় মাছের অট্টহাস্য, মোলায়েম লুকোচুরি খেলা—\
হাতের কামড়ে পায়ের নিছক স্বাধীনতা দান
গেরুয়া আদরের প্রলেপে স্পর্শহীন “আলগা”শিহরন
“ফিলিংস” র কালো নিঝুম অস্থির মেঘ
চারিদিকে ফিসফিস “লাল কটা চোখের” আবদার —-
টানটান উত্তেজনা, ধড়ফড় বুক, চোখ মুখে কামনার গোলাপি আভা, লাজুক ইশারা—-
“বৃষ্টি”নামার ঠিক আগের মুহূর্ত—
“ অস্থিরতার সুতো” ছিঁড়ে আসছে
বিকট আওয়াজ, আগুনের ফুলকি—\
বৃষ্টিতে ভেজা শ্যাওলায় “মাখোমাখো দুটি শরীর”
তৃপ্তির আধঘন্টা জলে ভাসা প্রকৃতির “ডোবা”চোখ
মুচকি হাসি
এক অদ্ভুদ সুখ ফুটে উঠেছে
শরীরের সব অঙ্গে পাখিদের কলরব”—-
সুবাসিত হাওয়ায় হালকা বাদামী “সুখ”গুলির বিচরন—!
_______________
অরুণিমা মন্ডল দাস
১১ নভেম্বর, কাকদ্বীপ।
আপনার কবিতা গুলো পড়লে মনে হয় আমাদের অনেক অনুভব আপনার হাতে উঠে আসে। নমস্কার কবি দিদি ভাই। আপনার উপস্থিতি দেখতে পাই না কেন?
অভিনন্দন প্রিয় কবি।
বাহ ! চমৎকার প্রেম কাব্য।
প্রকাশিত পোস্ট : ৫০
মন্তব্য করেছেন : ৪৩
নিজের পোস্টে : ৩৭ (!!)
অন্যের পোস্টে : ৬
মন্তব্য পেয়েছেন : ২৬ জনের
মন্তব্য দিয়েছেন : ৪ জনকে। কেন এমন বোন ?
আপনার পোস্টে মন্তব্য করা তাহলে নিষ্প্রয়োজন।