কবিতাকে ভালোবাসি
আমার কাছে হামাগুড়ি দিয়ে আসে
নাক চোখ মুখে একরাশ সিক্ত তৃষ্ণা
আমি স্নেহের সরবত খাইয়ে কোলে ঘুম পাড়াই
বাগানের মাঝখানের পথটা নিরব
তাকিয়ে থাকা পরীক্ষাহল আমার সতীন
ফুল গাছগুলি মনপাখি” ভেবে আদর করছে
তবু
সেই অজানা হঠাৎ প্রেমটা মুখ ফুটে বলবে না—!
লাল গোলাপের“ রক্ত” পড়া বিরহ নিয়ে
সোয়েটার পরে দাঁড়িয়ে থাকা “আমার বিষন্ন কবিতা”
গরমে সে সিজোফ্রেনিয়া” তে আক্রান্ত থাকে
পা হাত আছড়ে অতিরিক্ত যন্ত্রনাটা উগরে ফেলে
প্রতারণার কষ্ট না মেনে নিতে পারলে কেটে ফেলা চামড়া পোড়াতে ইচ্ছে করে—
কবিতা আমার সুস্থতার ট্যাবলেট
টেনসনের ওষুধ
অসুস্থ সমাজের ভাঙাচোরা রাজনীতি না খেতে পাওয়া বিষাক্ত প্ল্যাটফর্ম
গরিবের কান্না
বেকারের হতাশা
সাহিত্যের গ্লানি
রাজনীতির কালিমা
কবিতা আমার “হিট” থেকে সুপার হিট মিউজিক”
আনমনা নাচ!
ভালোবাসার গান
প্রেমের গাঢ় আলিঙ্গন
বারবার “সুখ” সম্ভোগে“ পরকীয়া”
আনন্দ উল্লাশ স্বাধীনতার “সমকামী”—
কবিতা ——-
ভেজানো চুম্বনে দগ্ধ যৌবন
খোলা ছাদের পর পর কাছে আসা
একাকীত্বের সঙ্গম—-
শীতের রোদে ডুবে থাকা ভেজা যৌন-কাক–?
আপনার কবিতায় চমৎকার ভাবে সামাজিক যে বাস্তবতা উঠে আসে তাতেই মুগ্ধ হই। ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা।
আমার কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ
সুন্দর লিখেছেন কবি বোন।
আমার কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ
বাহ্ দিদি ভাই।