চাঁদ ফুল জ্যোৎস্না অমাবশ্যা

চাঁদ ফুল জ্যোৎস্না অমাবশ্যা

চাঁদ,
ভাললাগে তোমার সাথে রবিঠাকুরের ‘একরাত্রি ‘ গল্পের মত
সময়ের বার্তা হাতে নিয়ে,
জ‍্যোৎস্না রাতে
মেঘের সাথে:
কানামাছি লুকোচুরি খেলতে ——
ভাললাগে তোমার সাথে
সারাবেলা খুনসুটিতে মেতে থাকতে।
ভাললাগে,
ভাললাগে তোমার ওই চাঁদ মুখ ছুঁয়ে দেখতে
তোমার নগ্ন বুকে রাত্রি জাগে!

ফুল,
যদি কখনো পাথরে গোলাপ ফোঁটে —
ইচ্ছে সমুদ্রে ঢেউয়ের কাঁপন জাগবে নিঃশব্দে;
সুখ গুলো সঙ্গী হবে
শত ভুল ফুল হয়ে ফুটবেই ,
একদিন একটি নীল গোলাপ হাতে তুলে দিয়ে
ভালবাসার কথা বলবে ।

জ‍্যোৎস্না,
নীল সমুদ্রে জ‍্যোৎস্নারা স্নান করতে নামে
ঘুমহীন রাতের চোখে স্বপ্ন পোড়ে :
দিন শেষে নীরব নিভৃতে –
এক জ‍্যোৎস্না রাতের গল্প
ঢেউয়ের জলোচ্ছ্বাসে ভেসে যায়,
হলুদ প্রজাপতি বিকেলে জ‍্যোৎস্না ছুঁয়ে দেখার ইচ্ছে জাগে!

অমাবস্যা,
মধ‍্যরাত্রির নগ্ন বুকে অমাবস্যা ভাবনার নদীরা অন্ধকারে অনাবৃত পায়ে ..
জল নূপুরের ধ্বনির মত
শব্দের জল ভাঙ্গে
নোনা দুঃখে!

9 thoughts on “চাঁদ ফুল জ্যোৎস্না অমাবশ্যা

  1. অসাধারণ একটি কবিতা উপহারে মুগ্ধ হলাম। স্বাগতম কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifমুরুব্বী : দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের মাঝে নিয়়়মিত এমন সব কবিতা উপহার দিতে পারি । সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  2. কবিতা পড়লাম বোন। আশা করবো শব্দনীড় এ আপনার সময় ভালো কাটবো। আমরাও একজন সহ-ব্লগার পেলাম। ভালো থাকুন। নিয়মিত লিখবেন। ধন্যবাদ। :)

    1. সৌমিত্র চক্রবর্তী : আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।আমি এখানে নতুন।সব কিছু বুঝতে একটু সময় লাগবে। আশাকরি পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ।

  3. জ‍্যোৎস্না,
    নীল সমুদ্রে জ‍্যোৎস্নারা স্নান করতে নামে
    ঘুমহীন রাতের চোখে স্বপ্ন পোড়ে :
    দিন শেষে নীরব নিভৃতে –

    সুন্দর লিখেছেন কবি দিদি ভাই। শব্দনীড়ে সুস্বাগতম জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif রিয়়া রিয়়া : সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা প্রতিনিয়ত দি' ভাই । পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  4. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif সাজিয়়া আফরিন : অফুুুরান্ত শুভ কামনা সহ আন্তরিক শুভেচ্ছা।  অনুপ্রেরণা এবং পাশে থাকার জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।