মৃত্যুর হালখাতা দিয়ে
বর্ষের নবত্বের হুংকার !!
বোবা চোখ…
অবশ্যম্ভাবী মৃত্যুশিকলে আবদ্ধ আজ গোটা পৃথিবী..
চারিদিকে দুর্ভিক্ষ,
ধুঁকে মরা মনুষ্যকঙ্কাল গুলোকে
নিত্যদিন গিলিয়ে দেওয়া হচ্ছে-
কষ্টকল্পিত গণলাশের সেই শুনশান নেক্রোপোলিস….
-অনন্যা
বর্ষশুরুর ১ম প্রহর ১৪২৭