এই রাত
তোমাদের দরজায় কি কড়া নাড়ে
ঝড়ো বাতাসে আঁচড়ে পড়া
কোনো এক কার্নিশান হয়ে….?
ছুঁয়ে দেয় নাকি ছিঁড়ে দেয়
তোমার গভীরকে….
স্তব্ধ তুমির মাঝে
সহস্র কথার আর্তনাদ
তা শুধুই ভ্রম….
এই রাত
তোমাদের দরজায় কি কড়া নাড়ে
ঝড়ো বাতাসে আঁচড়ে পড়া
কোনো এক কার্নিশান হয়ে….?
ছুঁয়ে দেয় নাকি ছিঁড়ে দেয়
তোমার গভীরকে….
স্তব্ধ তুমির মাঝে
সহস্র কথার আর্তনাদ
তা শুধুই ভ্রম….
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনন্যা, শব্দনীড়ে আপনাকে স্বাগতম। আজকের লিখা পড়লাম। সুন্দর। চাইবো এভাবেই চলবে নিয়মিত। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নিরাপদে থাকবেন।
অনুপ্রাণিত হলাম।
দোয়া করবেন।
নিশ্চয়ই অনন্যা।
অতুলনীয় লেখা।
ভাবনায় গভীরতা আছে।
শুভ কামনা রইল।
চমৎকার লিখেছেন। শুভেচ্ছা জানবেন