অস্তিত্বের আর্তনাদ

এই রাত
তোমাদের দরজায় কি কড়া নাড়ে
ঝড়ো বাতাসে আঁচড়ে পড়া
কোনো এক কার্নিশান হয়ে….?

ছুঁয়ে দেয় নাকি ছিঁড়ে দেয়
তোমার গভীরকে….
স্তব্ধ তুমির মাঝে
সহস্র কথার আর্তনাদ
তা শুধুই ভ্রম….

6 thoughts on “অস্তিত্বের আর্তনাদ

  1. অনন্যা, শব্দনীড়ে আপনাকে স্বাগতম। আজকের লিখা পড়লাম। সুন্দর। চাইবো এভাবেই চলবে নিয়মিত। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নিরাপদে থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।