ট্যাগ আর্কাইভঃ অনন্যাম্বর

অস্তিত্বের আর্তনাদ

এই রাত
তোমাদের দরজায় কি কড়া নাড়ে
ঝড়ো বাতাসে আঁচড়ে পড়া
কোনো এক কার্নিশান হয়ে….?

ছুঁয়ে দেয় নাকি ছিঁড়ে দেয়
তোমার গভীরকে….
স্তব্ধ তুমির মাঝে
সহস্র কথার আর্তনাদ
তা শুধুই ভ্রম….