চারু মান্নান এর সকল পোস্ট

ভবিতব্য

ভবিতব্য

ভবিতব‌্য, কে জানে?
এ কি কোন মহাশূণ্যের মায়া?
ঘটনা অঘটনের
যেন সাগর ঢেউয়ের দোলায় দুলে।

দোদুল্লুমান! হাওয়ার মতো
এলো মেলো ফড়িং ডানায়
ভেসে যায়রে।

আচানক এক ঘূর্ণিবায়ু,
পথের ধুলোয় বালুয়ারি; নিমেষেই
সব গেল বির্বণ মত্ততায়।

সাজানো সব তরতাজা
সবুজ বেলোয়ারি; ছিন্ন পত্রে ধুলোয় মাখা
ভগ্ন হৃদয় হা’হুতাস।

এখন সবুজ ঘাসে,
অনাবিল শিশির নৈবদ্যের; আঁকে কালের
থমকে যাওয়া পদচিহ্ন।

১৪২৩/৫, পৌষ/শীতকাল।

হউক না অপরাহ্নের সর্বনাশ

হউক না অপরাহ্নের সর্বনাশ

ছিলাম না যখন এই খানে!
তবুও চেনা ছিল সবই
পা টিপে হাওয়ার পথ চলার মতো,
নৈঃশব্দে বেড়ে উঠা।

কদাচিৎ ভ্রুম,
পিছু ছাড়েনি কখনও
আজন্ম চলার পথের সঙ্গী সেও
অথচ দেখিনি তারে
কোন দিন,
কোন কালেও; মিথের জন্ম
কুড়িয়ে পাওয়া ফসিল
যানান দেয়।

বেশ তো ছিলে ভ্রুমে!
কেন শুধু প্রশ্ন বানে ক্ষতের রক্ত ঝরে?
বদ্ধ হাওয়ায় জীবন বাঁচুক
হউক না অপরাহ্নের সর্বনাশ।

১৪২৩/৪, পৌষ/শীতকাল।