হউক না অপরাহ্নের সর্বনাশ

হউক না অপরাহ্নের সর্বনাশ

ছিলাম না যখন এই খানে!
তবুও চেনা ছিল সবই
পা টিপে হাওয়ার পথ চলার মতো,
নৈঃশব্দে বেড়ে উঠা।

কদাচিৎ ভ্রুম,
পিছু ছাড়েনি কখনও
আজন্ম চলার পথের সঙ্গী সেও
অথচ দেখিনি তারে
কোন দিন,
কোন কালেও; মিথের জন্ম
কুড়িয়ে পাওয়া ফসিল
যানান দেয়।

বেশ তো ছিলে ভ্রুমে!
কেন শুধু প্রশ্ন বানে ক্ষতের রক্ত ঝরে?
বদ্ধ হাওয়ায় জীবন বাঁচুক
হউক না অপরাহ্নের সর্বনাশ।

১৪২৩/৪, পৌষ/শীতকাল।

8 thoughts on “হউক না অপরাহ্নের সর্বনাশ

  1. বরাবরের মতো মুগ্ধতা ছুঁয়ে যায়!
    বেঁচে থাকুন এ যাত্রায়।

  2. নতুন নতুন সব উপলব্ধি আর শব্দের খেলা।
    ভালো লাগে মাটির সোঁদা গন্ধময় কবিতার কথা।

    সুস্বাগতম প্রিয় বন্ধু। ভালোবাসা জেনো। পাশে থেকো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. তবুও চেনা ছিল সবই
    পা টিপে হাওয়ার পথ চলার মতো,
    নৈঃশব্দে বেড়ে উঠা- বাহ!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. চারু ভাই কেমন আছেন?
    অনেক দিন বাদে আপনার লেখা পরলাম
    ভালো লাগলো
    সেই আগের মতই।
    শুভ কামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।