বৃষ্টি এতো অন্ধকার করে মেঘ করল কেনোরে হঠাৎ
পৃথিবীর কোথাও কোন ভালোবাসা দুঃখ পেয়েছে কি?
প্রত্যাখ্যাত হয়েছে কোন প্রেম-পত্র
অপূর্ণ থেকে গেছে কি কোন আগ্রহ-ভরা চুমু
নতুবা প্রকৃতির এমন ছেলে-মানুষি দস্যিপনা কেন?
না, না, সম্ভবত আজ কেউ ভালোই বাসেনি এ গ্রহে
রোমান্টিক মুহূর্তে নিরপেক্ষ আঁধারে, প্রার্থনার স্বরে
কেউ বৃষ্টি চায়নি বলে আকাশের এত মন খারাপ।
13 thoughts on “বৃষ্টি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুব সুন্দর লিখেছেন ভাই সজীব জমশের আলি। শব্দনীড়ে স্বাগতম।
কৃতার্থ হলাম, বুবু। আমি আপনার ছোট হই তুমি বা তুই যথেষ্ট। আপনারা বড় মনের মানুষ এভাবে স্বাগত জানাতে পারেন।
কবিতা এবং শব্দনীড় ব্লগে শুস্বাগতম জানালাম আপনাকে। অভিনন্দন এবং শুভকামনা।
ধন্য-যোগ দাদা। ভাল্লাগলো খুব, তবে অনুরোধ করছি লেখার পর্যালোচনা-মুলক মন্তব্য ও গঠন-মুলক সমালোচনা করতে।
সম্ভবত আজ কেউ ভালোই বাসেনি এ গ্রহে
রোমান্টিক মুহূর্তে নিরপেক্ষ আঁধারে, প্রার্থনার স্বরে
কেউ বৃষ্টি চায়নি বলে আকাশের এত মন খারাপ।
অনেক সুন্দর কবি দা। স্বাগতম জানাই।
ধন্য-যোগ, রিয়া রিয়া বুবু। আপনাদের ভালোবাসা অতুলনীয়।
কবিতার যাত্রায় যাত্রা শুভ হোক জমশের আলি ভাই। ভালোবাসা।
এ পথে চলতেই বেঁচে আছি। আশাকরি পাশে পাবো।
স্বাগতম কবি ভাই।
কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। তবে হা, লেখার তুখোড় সমালোচনা করলেই না সকলের সাহিত্য-বোধ দৃঢ় হবে। গাঢ় সমালোচনা আশা করছি।
ধন্যবাদ, ধন্য-যোগ।