আমি তখনো বুঝিনি যে এটা তুমি!


আমি তখনো বুঝিনি যে এটা তুমি!
আমি তার আগেও বুঝিনি যে এটা তুমি!
আমি এখনো বুঝিনি যে এটা তুমি!
কষ্ট নেই তবুও, বুঝবে ঠিকই যখন আর থাকব না আমি!
তুমি তো এক বন্য তুমি, আর যাকে হারালে, সে ছিলাম অন্য এক আমি।

হিসেবের খাতা মেলানো বেজায় ভারি,
থাকুক না যতোই সৌন্দর্য্যের ফুলঝুরি!
কবরের পোকারা যখন খুবলে খাবে লাশ,
মিথ্যে হয়ে যাবে শত ভ্রান্ত অভিলাষ!

দেখা হবে ওপারে; হিসেব বুঝিয়ে দিতে হবে কিন্তু আগে,
গুছিয়ে নিও হিসেবের খাতা, আর ভুলগুলো লিখে রেখো লাল দাগে!

(A joint work of Rabiul Islam and Kamal Uddin Mehedi)

2 thoughts on “আমি তখনো বুঝিনি যে এটা তুমি!

  1. অদ্ভুত এক সৌন্দর্য্য এবং পরিচ্ছন্নতা রয়েছে লিখাটিতে।
    আমার কাছে অসাধারণ একটি উপহার মনে হয়েছে। গ্রেট জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।