একটি_নাম_ছিল_তার

আজ অনেক পুরনো সেই ন্যাপথালিনের ঘ্রাণে আপ্লুত হবার সুযোগ এসেছিলো… অনেক অনেক বছর পর। কেনো জানি আপ্লুত হলাম না!

কেন জানি.. জানি না।

অনেক কিছুই আমরা জানি না। নাকি জানতে চাই না?
________________________________
একটা নাম ছিল তার
স্মৃতির আলনায় ভাজ করা কাপড়ে
ন্যাপথালিনের ঘ্রাণের মত সে ছুঁয়ে যায় এখন আমায়!

আয়নায় বিস্মৃত সেই মুখ
স্মরণের কার্ণিশ বেয়ে যখন পাশে এসে দাঁড়ায়
ঘুম ভাংগা শহরের প্রথম সকাল অবাক তাকিয়ে রয়!

ভাত ঘুমে ঢলে পড়ে নির্জন কোনো ক্লান্ত দুপুর
এমন-ই তার টান-
সোনারোদ মাখা পড়ন্ত বিকেলে সে নুপুরের নিক্কন
উদাসী সাঁঝের বাউড়ি বাতাসে ভেসে ছুঁয়ে যায় মন-প্রাণ!

একটা নাম ছিল তার
পড়ে না মনে ভুলে গেছি আজ
বিষণ্ন মনে তাই সদা ভয় সদা লাজ!

বড্ড ভালবাসত সে আমায়
ওড়না ছুড়ে ফেলে দূরে, কোনো এক গোপন দুপুরে
আত্মবিসর্জনে উদগ্রীব ছিল সে এক পূর্ণ মুখরা রমনী!

ভালবাসতে জানলাম না আমি
এক আলোকোজ্জ্বল রাতে তাই অপ্সরী সেজেছিল সে
সানাইয়ের সুরে সুরে অন্য কারো হাত ধরে হারিয়েছে সুদূরে!

একটা নাম ছিল যার পড়ে না মনে আর
ভুল রঙ এ আকা সব পুরনো সুখস্মৃতি তার
নীল জোছনায় ভিজে হৃদয়ে জাগায় দু:খ বেদনা অপার!

#একটি_নাম_ছিল_তার

#কাব্যগ্রন্থ_শেষ_তৈলচিত্র

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

1 thought on “একটি_নাম_ছিল_তার

  1. অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। পবিত্র ঈদের শুভেচ্ছা মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।