আজ অনেক পুরনো সেই ন্যাপথালিনের ঘ্রাণে আপ্লুত হবার সুযোগ এসেছিলো… অনেক অনেক বছর পর। কেনো জানি আপ্লুত হলাম না!
কেন জানি.. জানি না।
অনেক কিছুই আমরা জানি না। নাকি জানতে চাই না?
________________________________
একটা নাম ছিল তার
স্মৃতির আলনায় ভাজ করা কাপড়ে
ন্যাপথালিনের ঘ্রাণের মত সে ছুঁয়ে যায় এখন আমায়!
আয়নায় বিস্মৃত সেই মুখ
স্মরণের কার্ণিশ বেয়ে যখন পাশে এসে দাঁড়ায়
ঘুম ভাংগা শহরের প্রথম সকাল অবাক তাকিয়ে রয়!
ভাত ঘুমে ঢলে পড়ে নির্জন কোনো ক্লান্ত দুপুর
এমন-ই তার টান-
সোনারোদ মাখা পড়ন্ত বিকেলে সে নুপুরের নিক্কন
উদাসী সাঁঝের বাউড়ি বাতাসে ভেসে ছুঁয়ে যায় মন-প্রাণ!
একটা নাম ছিল তার
পড়ে না মনে ভুলে গেছি আজ
বিষণ্ন মনে তাই সদা ভয় সদা লাজ!
বড্ড ভালবাসত সে আমায়
ওড়না ছুড়ে ফেলে দূরে, কোনো এক গোপন দুপুরে
আত্মবিসর্জনে উদগ্রীব ছিল সে এক পূর্ণ মুখরা রমনী!
ভালবাসতে জানলাম না আমি
এক আলোকোজ্জ্বল রাতে তাই অপ্সরী সেজেছিল সে
সানাইয়ের সুরে সুরে অন্য কারো হাত ধরে হারিয়েছে সুদূরে!
একটা নাম ছিল যার পড়ে না মনে আর
ভুল রঙ এ আকা সব পুরনো সুখস্মৃতি তার
নীল জোছনায় ভিজে হৃদয়ে জাগায় দু:খ বেদনা অপার!
#একটি_নাম_ছিল_তার
#কাব্যগ্রন্থ_শেষ_তৈলচিত্র
অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। পবিত্র ঈদের শুভেচ্ছা মি. মামুন।