মানুষ কত রোগে আছে
আছে কত দুখে,
হাসপাতালে গেলে তবে
এমন বোঝা যাবে।
ঘরের লোক আত্মীয় স্বজন
কত চিন্তায় কাঁদে,
কে বাঁচুক কে মরুক
আর না কেউ যে ভাবে।
মায়ের অশ্রু চোখের কোনে
বোনের মুখের ঠোঁটে,
স্বামীর কাঁধে চিন্তার পাহাড়
বলতে পারেনা মুখে।
মানুষ কত রোগে আছে
আছে কত দুখে,
হাসপাতালে গেলে তবে
এমন বোঝা যাবে।
ঘরের লোক আত্মীয় স্বজন
কত চিন্তায় কাঁদে,
কে বাঁচুক কে মরুক
আর না কেউ যে ভাবে।
মায়ের অশ্রু চোখের কোনে
বোনের মুখের ঠোঁটে,
স্বামীর কাঁধে চিন্তার পাহাড়
বলতে পারেনা মুখে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মায়ের অশ্রু চোখের কোনে
বোনের মুখের ঠোঁটে,
স্বামীর কাঁধে চিন্তার পাহাড়
রোগ হলে বলতে পারেনা মুখে।
দারুণ লেখনী । ভীষণ ভালো লাগলো