নির্বাক দহন

27899

চৈত্রের খরা থেকে উষ্ণতা চেয়ে নিলাম আঙ্গুলে
উত্তপ্ত সারা শরীর, মনের ভুলে খুলে দিলাম বুকের বোতাম
উদাম বক্ষে দখিনা হাওয়ার প্রশান্ত মমতা; দোল খেলে যায়
হৃদয়ের ত্রিসীমানায়।
তুমি জানো কি? কিসের তাগিদে
আবেগের দুর্দম ঘোড়া টগবগ করে ছুটে চলে দুর্গম পথে!

ভর দুপুর।
প্রান্তর জুড়ে জ্বলে জ্বলে রোদ্দুর,
দীঘির জলে ভাসমান হংস যুগল মিথুন লীলায়
চরম উত্তাপে ভালোবাসার নিরিখে অবাধে খুঁজে শীতল ছোঁয়া
অতল জলের কম্পনে ভাঙ্গে নির্জন নীরবতা
তুমি জানো কি? কিসের তাগিদে
উদ্যত যৌবন পুড়ে পুড়ে খাক করে মনের গোপনীয়তা!

ভেলা ছড়ে ভেসে আসে নীল মেঘ
ধুলো মলিন দেহে ঘাম ঝরা ক্লেদ
তৃষ্ণায় ফেটে যায় বুক
চৈত্রের খরা নির্মম সুখে পোড়ায় প্রেম কাতর আবেগ
ঘূর্ণি ঝড়ের ধুলোর বৃত্তে দুমড়ে মুচড়ে একাকার আমি;
তুমি জানো কি? কিসের তাগিদে
সয়ে যাই সব নির্বাক, দহন অবাধে!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “নির্বাক দহন

  1. চৈত্রের খরা নির্মম সুখে পোড়ায় প্রেম কাতর আবেগ
    ঘূর্ণি ঝড়ের ধুলোর বৃত্তে দুমড়ে মুচড়ে একাকার আমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।