নশ্বর সবই

ওই দেখো ওই আকাশের মেঘ
ছোটাছুটি কত, এদিক ওদিক,
তবে একদিন হারায় আবেগ
ঝরে পড়ে শুনি রিমঝিম চিক।

দেখো সে পাথর ভাবি অক্ষয়
মনে হয়, কত না কঠিন কিছু,
তবু দেখি তাকে, হয়ে যায় লয়
জীবন তারও, একেবারে মিছু।

মানুষের সে কী ! সুগঠিত দেহ
ধরা বুকে সেরা তাঁর হাতে আঁকা,
সহে শুধু জ্বালা মোদের সে কেহ
একদা উধাও, সবি যেন ফাঁকা।

পেরিয়ে যাচ্ছে, যুগ শতাব্দী
আছি সবে স্বীয় পৃথিবীতে মাতি,
ভাবি, রবো টিকে সেও নিরবধি
কভু তাহা নয়, খেতে হয় লাথি।

মাত্রাবৃত্তঃ ৬+৬ / ৬+৬

1 thought on “নশ্বর সবই

  1. পেরিয়ে যাচ্ছে, যুগ শতাব্দী; আছি সবে স্বীয় পৃথিবীতে মাতি,
    ভাবি, রবো টিকে সেও নিরবধি … কভু তাহা নয়, খেতে হয় লাথি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।