সাত বছর পড়ে গিয়েছি যেখানে
হঠাৎ সেখানে আসা
দীর্ঘ দশবছর পর।
এখানে পড়েছি আজ থেকে
বাইশ বছর আগে সেই ২০০০ সালে অর্থনীতি নিয়ে পড়েছি, তবে
অর্থের অভাব সাথেই ছিল।
আজ আর সেদিন নেই তবে অনেক
আফসোস এসে হাজির হয় মনে
অবলীলায় অবেলায়।
আমার প্রিয় কলেজ সেই
সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয়, বরিশাল।
অনেক পরিবর্তন হয়েছে, এসেছে আধুনিকতা।
আলোয় আলোকিত আজ সব
নেই পুরোনো সেই আঁধারের নিশি
তবে আলো ছড়ায় রোমান্টিকতায়
যা দেখে…
আবার ফিরে আসতে ইচ্ছে হয়
এই স্বর্গপানে।।
চমৎকার লিখেছেন কবি
শুভেচ্ছা রইলো প্রিয় কবি।