মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! (গীতিকাব্য)

একতারা

খেলিস্ নে তুই পথের বাঁকে
ভুলে রে তার সঙ্গ –
মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ!

যুগল চোখের রঙ তামাশা
মোহের সে তো ক্ষণিক আশা
স্বপ্ন নয় কুরঙ্গ –
মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ!

মার্ রে তালা ক্রোধের ঘরে
ধ্যান সাজাতে জ্ঞানের দরে
ফেলে অচল ঢঙ্গ –
মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ!

খুঁজতে শুধু তারই চরণ
গড় ও’ বুকে নামের ক্ষরণ
নিদ্রা করে ভঙ্গ –
মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

2 thoughts on “মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! (গীতিকাব্য)

  1. মার্ রে তালা ক্রোধের ঘরে
    ধ্যান সাজাতে জ্ঞানের দরে
    ফেলে অচল ঢঙ্গ –
    মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।