তারপর কোটি কোটি বছর কোন প্রশ্ন ছাড়াই তোমাকে ভালবেসে যাবো।
হঠাৎ একদিন তোমার কোন ইচ্ছার অবাধ্য হবো।
বিতাড়িত হবো,
ইবলিশ হবো,
শয়তান হবো;
আমি কথা দিচ্ছি শেষ দিন অথবা কেয়ামত সংগঠিত হবার আগ মূহুর্ত পর্যন্ত তোমার কোন ইচ্ছা পূরণ হতে দেবো না।
আর আমি বিতাড়িত হলে তুমিও কি আমার ভালবাসা থেকে বিতাড়িত হবে না?
2 thoughts on “A Devil Mind”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
রোম্যান্টিক ঘরানার লিখা। একরাশ শুভেচ্ছা মি. তামাস। শুভ সকাল।
ভালবাসা নিবেন প্রিয় মুরুব্বী।