বল না রে সখা তুই!
আজও কি প্রভাতে খুঁজে ফিরে হিম
সুজল গাঁয়ের ভুঁই?
সেই যে বিশাল পাকুড়ের গাছ
শীতল ছায়ার তাড়া,
দেয় কি সে আর পত্র দুলায়ে
পথিকের হৃদে নাড়া?
আষাঢ়ে হঠাৎ খাল বিলে এসে
নব বরষার জল,
ঢেলে দিতে প্রেম ধরে কি জড়ায়ে
বিরহী বাটের গল?
ভাদুরে নিশীথে জ্যোৎস্নার ধারে
তাল কুড়ানোর আশে,
কে কে থাকে বল নৌকায় শুয়ে
পুকুরের আসে-পাশে?
আর কি রে কেউ ফাগুনের সাঁঝে
বলে দিয়ে জোরে হাঁক,
আগামী কল্য মাছ ধরা হবে
এসো সবে নিয়ে চাক?
বৌচি হাডুডু ফুটবল খেলা
আজও বুুঝি হয় মাঠে?
বল তো কেউ কি থাকে পথ চেয়ে
সূর্য নামলে পাটে??
চমৎকার প্রকাশ
শুভ কামনা রইলো আপনার প্রতি
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
বৌচি হাডুডু ফুটবল খেলা
আজও বুুঝি হয় মাঠে?
বল তো কেউ কি থাকে পথ চেয়ে
সূর্য নামলে পাটে??
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত সম্মাণিত কবি!