সাহসী ছেলেদের জন্য

রফিক শফিক সালামদের জন্য বাঙালি
পেল মায়ের মুখের ভাষা,
সেই ভাষাতে মিটায় বাঙালি তাদের
নিত্য মনের আশা।

বাঙালির স্বপ্নকে ভেঙ্গে দেওয়া ছিল
পাকিস্তানীদের কাজ,
জঘন্য এই কাজের জন্য পাকিস্তানীরা
পায়নি তো কভু লাজ।

অন্যায়ভাবে বাঙালির উপর পাকিস্তানিরা
চালিয়েছে মেশিন গান,
রফিক শফিক সালামেরা নির্ভীক ছিল বলে
ভাষার জন্য দিয়ে গেল প্রাণ।

রফিক শফিক সালামেরা নির্ভীক ছিলে বলে
কভু পিছনে হাঁটেনি,
শেখ মুজিবুর রহমান নেতৃত্ব ছিল বলে
কেউ ভয় করেনি।

রফিক শফিক সালামের রক্তের
দান এনে দিয়েছে ভাষা,
হবে না, হবে না উর্দু
বাংলায় বাঙালির মাতৃভাষা।

রচনাকালঃ
০৩/০১/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “সাহসী ছেলেদের জন্য

  1. রফিক শফিক সালামের রক্তের
    দান এনে দিয়েছে ভাষা,
    হবে না, হবে না উর্দু
    বাংলায় বাঙালির মাতৃভাষা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।