একবার যেও ঘুরে!

16

একবার এসে ঘুরে যেও তুমি
ছোট যমুনার তীরে,
যেথা আছি গড়ে নতুন বসতি
হরেক লোকের ভিড়ে।

নদীর কিনারে টিন ইটে জাগা
জীর্ণ আমার দ্বার,
বৃক্ষের শাখা দুলে তবু রাখে
দিবা-নিশি আবদার।

মমতার টানে পাখালির ঝাঁক
কলতানে থাকে মেতে,
রোজ এসে দেয় নীরদের ভেলা
হিমেল আঁচল পেতে।

জেলে ধরে মাছ বড়শি বা জালে
উচ্ছ্বাসে বেয়ে তরী,
কামার কুমার খুঁজে ফিরে মান
কর্মের বুক গড়ি।

সারা বৎসরই রঙিলা বদনে
গাছে হাসে ফুল ফল,
মাসে মাসে উঠে উৎসব জেগে
বট-পাকুড়ের তল।

গানে দেয় সাড়া কৃষকের মাঠ
সবুজ দোলনে ফুঁসি,
প্রকৃতির দেয়া দেখলে এ রূপ
জানি তুমি হবে খুশি।

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “একবার যেও ঘুরে!

  1. সরল কবিতার সৌন্দর্য্য স্বতন্ত্র। ভালো লাগা জানিয়ে গেলাম প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অশেষ ধন্যবাদ রইল সম্মানিত কবি!

      সুস্থ থাকুন ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. নিরন্তর ধন্যবাদ রইল প্রিয় কবি!

      সুস্থ থাকুন ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।