ভীষণ নাকি মুখ্য ব্যাপার
শুনেই তাড়াতাড়ি,
দেখার তরে দৌড় দিয়ে সব
চললো রাজার বাড়ি।
মরলো পথে দীনুর ছেলে
ব্যস্ত চলার ঘাতে,
ছুটলো তবু ঠ্যাং নিয়ে কেউ
আছড়ে পড়া হাতে।
পৌঁছে সেথা দেখলো কি ভাই
বলতে আছে মানা!
বেশ সয়ে ক্লেশ রাণীর বিড়াল
পাড়ছে বলে ছানা।
ভীষণ নাকি মুখ্য ব্যাপার
শুনেই তাড়াতাড়ি,
দেখার তরে দৌড় দিয়ে সব
চললো রাজার বাড়ি।
মরলো পথে দীনুর ছেলে
ব্যস্ত চলার ঘাতে,
ছুটলো তবু ঠ্যাং নিয়ে কেউ
আছড়ে পড়া হাতে।
পৌঁছে সেথা দেখলো কি ভাই
বলতে আছে মানা!
বেশ সয়ে ক্লেশ রাণীর বিড়াল
পাড়ছে বলে ছানা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুখপাঠ্য ছড়া পদ্য। সকাল সকাল সরল লিখা পড়লে মন ভালো হয়ে যায়।

”শুভ সকাল”
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
বেশ ভাবনাময় কবি দা
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
অনুপমেয় সৌন্দর্যের পরিবেশন করেছেন। ভালবাসা রইল প্রিয়
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।