যত্তবার তোমার মনের
নাম্বারে কল দেই
তুমি ততবার ব্যস্ত থাকো।
তোমার মনের নাম্বারে
অনেক কলে আসে
রাকিবের কল আসে
সোহেলের কল আসে
মামুনের কল আসে
কত যে নামের রং নাম্বার ফোন দেয় তোমার মনের নাম্বারে!
তুমি তা ইয়ত্তা করতে পারো না
তুমি কাকে ঠাঁই দিবে
কাকে ভালবাসবে
কার সঙ্গে রঙ্গ করবে
তুমি স্থির করতে পারো না।
তোমার মনের নাম্বার
ব্যস্ত থাকুক চিরকাল,
আমি রং নাম্বার আর রিং দিবো না
আমি তো তোমার মনের নাম্বারের জঞ্জাল…
অসাধারণ একটি প্রচ্ছদের সাথে চমৎকার কথা-কাব্য।
ধন্যবাদ প্রিয় মুরুব্বী ❤️❤️❤️
নিখুঁত পরিবেশন করেছেন। ভালবাসা রইল প্রিয়
ধন্যবাদ প্রিয় কবি❤️❤️❤️