একটা খেলার মাঠ খুঁজি!

12894a

পড়ন্ত বৈকালে, একটা খেলার মাঠ খুঁজে
আমার মনোরথ,
যার একপাশ দিয়ে সর্পের মতো এঁকে-বেঁকে
বহুদূরে গেছে স্বপ্নিল মেঠো পথ।

যেখানে নেই সেই কিশোরের দল,
হাতে হাতে মোবাইল নিয়ে আনত মস্তকে
গোপন কোন ছবি দর্শণে ব্যস্ততায় যারা অটল।
নেই হরেক খেলায় কোলাহলরত দুষ্টু মতির পরিবর্তে
বেপরোয়া এক ছাগ,
গড়লেও বাচ্ছারা তার তিড়িং-বিড়িং লাফ-ঝাঁপ দিয়ে
ক্ষণে ক্ষণে ডেকে নিষ্পাপ অনুরাগ।

অস্তাচলের পানে চেয়ে স্নিগ্ধ আলোক ধারায়
সূর্যের মুখে থাকবে বিদায়ের রাঙা হাসি,
তবু দুলবে চঞ্চলা ফড়িং ঘাসের ডগায়
রাজ হংসের ডাক শুনেও নির্ভয়ে হয়ে উচ্ছ্বাসী।

আমি দেখবো একপাশে বসে অবাক দৃষ্টিতে
উড়ন্ত পাখির নীলিমায় আঁকা নিখুঁত ছবি দ্যুতি,
আর তার নীচ দিয়ে বাড়ি ফেরার ব্যাকুল তাড়নে
মিহি ধুলা উড়িয়ে ছুটে চলা এক হাটুরের গাড়ি টানা গরুর
ক্লান্ত খুরের আকুতি।

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

5 thoughts on “একটা খেলার মাঠ খুঁজি!

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. নীচ দিয়ে বাড়ি ফেরার ব্যাকুল তাড়নে …
    মিহি ধুলা উড়িয়ে ছুটে চলা এক হাটুরের গাড়ি টানা গরুর ক্লান্ত খুরের আকুতি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. একটা খেলার মাঠ খুঁজি ………………nicehttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।