রুবাইয়াত-ই-বোরহান (মা হারা মন)

9

(১)
মেললে বসে চাঁদ রাতে তার রূপায় মাখা রঙ তুলি,
এই প্রকৃতিই নেচে উঠে জীব খ্যালে সব ডাংগুলি।
ঘোরও আড়ে রয় না বেজার চষতে যা মান খাপছাড়া,
ডুকরে শুধু এই মনে আজ মা মা ডাকা দিনগুলি।

(২)
হুতোম যদি ঠ্যাং তুলে ওই বাবলা শাখে গায় নেচে,
গুবরে সেও হয় খুশি এক লাদির আশে জল সেচে।
দেখেও এ মন শূন্য ভুবন, ভাবছো বুঝি ক্যান এ হাল?
বুঝবে না গো বলছি তবু ‘মা যে আমার নেই বেঁচে!’

(৩)
গভীর রাতে নিদ খোয়ে আজ দেখি বুকের চোখ মেলি,
করছে হাঁসের এক ছোট ছা মায়ের সাথে জলকেলি।
আশায় এ মন উঠলো কেঁদে ডাকতে এ ঘর ওই বাড়ি,
’আমায় ফেলে তুই মাগো এই ভর দুপুরে কই গেলি!’

(৪)
যতোই উঠুক আশার সুরুজ ফের সে’ উষার বুক চিরে,
আর যাবো না শখের মেলায় ধরুক এসে লোভ ঘিরে।
বলবো না আর এক্ষুণি দে পয়সা সব ওই গিঁট খুলে,
আমায় ভেবে তুই শুধু মা জীর্ণ দোরে আয় ফিরে।

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “রুবাইয়াত-ই-বোরহান (মা হারা মন)

  1. যতোই উঠুক আশার সুরুজ ফের সে’ উষার বুক চিরে,
    আর যাবো না শখের মেলায় ধরুক এসে লোভ ঘিরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

    1. নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।