তন্ত্রর-মন্ত্রর

তবুও ভাবি ট্যারাচোখ তুলে কিছু আলো আসবে…
নিদানকালে সমস্ত আকাশ-পাতাল দু’হাতে তুলে
আমায় ভালোবাসবে!

ছিন্নশেকড় যে তৃণলতা ছন্নছাড়া বাতাসে ভাসে
যে পাগল সারাদিন একলা একলা মুচকি হাসে
তারেও তো
কেউ না কেউ কোনো না কোনোদিন ভালোবাসে!

আমি কিছু অপ্রকাশিত মূক পঙক্তির কথা বলছি
কবি হওয়ার মতো
এমনি কিছু অজাতশত্রু দুঃস্বপ্নের কথা বলছি!

তবুও….
রাত গভীরে কবিতা নামের অবলা মেয়েটিকে ভাবি
ভাঙা ভাঙা হাতে জাতেওঠা শব্দদের কথা ভাবি!

তবুও কিছু কেউটে সময় উড়ু মনে কেটে যায় দাগ
যেই পৃথিবীর জনগণ কেবল মন্ত্র বুঝে,
তন্ত্র বুঝে না
সেই পৃথিবীর মাটিতে কি ফুটে না ফুলের পরাগ?

1 thought on “তন্ত্রর-মন্ত্রর

  1. কিছু কেউটে সময় উড়ু মনে কেটে যায় দাগ
    যেই পৃথিবীর জনগণ কেবল মন্ত্র বুঝে,
    তন্ত্র বুঝে না
    সেই পৃথিবীর মাটিতে কি ফুটে না ফুলের পরাগ?
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।