কিছু মােটিভেশনাল কথা

*👉“ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥* ” –—মাইকেল জর্ডান।

*👉“ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না॥* ” –—জন এন্ডারসন।

*👉“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ”*
—টমাস আলভা এডিসন।

*👉সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন॥* __মাইকেল জর্ডান

*👉সংগ্রহে…………*
*👉হাফেজ মাসউদ*

*🌹Thank You🌹*

হাফেজ মাসউদ সম্পর্কে

সাফল্যের জন্য দূরদর্শী হওয়া কিংবা প্রতিভার তেমন গুরুত্ব নেই। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থেকেই সাফল্য আসে। হাফেজ মাসউদ চ্যামক্যাশ ইউজার বাংলাদেশ।

4 thoughts on “কিছু মােটিভেশনাল কথা

  1. আপনার ভিন্ন ধর্মী সংগ্রহ গুলো ভালো লাগছে। আরো ভালো লাগছে ব্লগে আপনার নিয়মিত উপস্থিতি। শুভ কামনা জানবেন ভাই।

  2. শেয়ার করার জন্য ধন্যবাদ হাফেজ মাসউদ সাহেব। শুভ সকাল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।