হাফেজ মাসউদ এর সকল পোস্ট

হাফেজ মাসউদ সম্পর্কে

সাফল্যের জন্য দূরদর্শী হওয়া কিংবা প্রতিভার তেমন গুরুত্ব নেই। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থেকেই সাফল্য আসে। হাফেজ মাসউদ চ্যামক্যাশ ইউজার বাংলাদেশ।

কিছু মােটিভেশনাল কথা

*👉“ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥* ” –—মাইকেল জর্ডান।

*👉“ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না॥* ” –—জন এন্ডারসন।

*👉“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ”*
—টমাস আলভা এডিসন।

*👉সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন॥* __মাইকেল জর্ডান

*👉সংগ্রহে…………*
*👉হাফেজ মাসউদ*

*🌹Thank You🌹*

কাজের প্রতি ভালবাসা

পৃথিবীর বুকে বেঁচে থাকলে হলে ছোট হোক অথবা বড় হোক বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কাজ করে থাকি। চাই সেটি অফিস হোক অথবা আদালত অথবা নিজের ব্যক্তি জীবনের নানান রকম কাজ। কিন্তু মাঝে মধ্যেই আমাদেরকে অলসতা জড়িতে ধরে। ভুলে যাচ্ছি কাজের প্রতি ভালবাসা। ভুলে যাচ্ছি নিজের জীবন প্রতিষ্ঠার সঠিক লক্ষ্য।

কিন্তু, তা হবে কেন?

প্রত্যেকটি কাজকে যদি আমরা ছোট মনে না করে ভালবাসা দিয়ে আলিঙ্গন করতে পারি। তবেই তো আমরা কামিয়াবি।

………………..
হাফেজ মাসউদ

সুন্দর এই বাংলাদেশটা

আফগান থেকে এক কাবুলিওয়ালা এদেশে বেড়াতে এসেছিল। এক মিষ্টির দোকানদার মিষ্টি সামনে নিয়ে বসে আছে অথচ খাচ্ছে না দেখে সে নিজেই দুই হাতে মুখে পুরতে লাগলো। দোকানদার ছুটে এসে তাকে ধরে ফেললো। লোকটি কাবুলী ভাষায় বলতে লাগলো, “নিজেও খাও না আবার অন্যকেও মিষ্টি খেতে দাও না, এ কেমন মানুষ তুমি ?”
কিন্তু দোকানদার তার ভাষা বোঝে না। সে হৈ চৈ করতে লাগলো। ছেলের দল জমা হয়ে পড়লো। সবাই তাকে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দিল।
পুলিশ দেখলো, লোকটি একজন বিদেশী। এদেশের ভাষা এবং হাব-ভাব সে কিছুই বোঝে না। সুতরাং এই ছোট একটি ব্যাপারে তাকে হাজতে চালান দেওয়া ঠিক হবে না। বরং লোকটিকে মাথা ন্যাড়া করে একটি গাধার পীঠে বসিয়ে সারা শহর ঘোরাতে হবে। ছেলের দল পিছনে পিছনে ঢোলক বাজিয়ে মিষ্টি চোর বলে প্রচার করতে থাকবে।
সুতরাং বিপুল আয়োজনে ছেলের দল এইরূপই করলো।
লোকটি যখন দেশে ফিরে গেল তখন সবাই আসলো তাকে দেখতে, ‘বল ভাই, বাংলাদেশ কেমন দেখলা ?”
বললো, “বাংলাদেশ খুব ভাল দেশ। সেখানে বিনা পয়সায় মিষ্টি, বিনা পয়সায় চুল কাটা, বিনা পয়সায় গাধার পীঠে ভ্রমণ, বিনা পয়সায় ছেলেদের বাহিনী আর বিনা পয়সায় ঢোলের বাজনা বাজিয়ে সম্বর্ধনা। সুন্দর এই বাংলাদেশ।

……………
হাফেজ মাসউদ

ক্রিপ্টকারেন্সি বা ডিজিটাল কারেন্সি কী?

আজ আমি আপনাদের এমন দুটি কারেন্সি বা মুদ্রার সাথে পরিচয় করিয়ে দিব, যার মূল্যের সাথে সোনা, রূপা, হীরা, মতির মূল্য খুবই নগণ্য। তো চলুন জেনে নেই সেই মুদ্রা গুলো সম্পর্কে…

ক্রিপ্টকারেন্সি বা ডিজিটাল কারেন্সি এমন এক ধরনের মুদ্রা যা কোন থার্ড পার্টি ছাড়াই কম্পিউটার থেকে কম্পিউটারে বা মোবাইল থেকে মোবাইলে লেনদেন করা যায়।
যেমন- BTC বা TCC।

প্রথমে জেনে নেই BTC র সম্পর্কে.. BTC বা Bitcoin হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা যা ২০০৯ইং সালে চালু হয়েছিল এক একটি কয়েন শুধুমাত্র ২০ পয়সা দামে। আর সে সময় এর গ্রাহক ছিল কয়েক হাজার মানুষ। আর এখন ২০১৭ইং সালে মাত্র ৮ (আট) বছরের মধ্যে এক একটি Bitcoin এর মূল্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্লাস হয়েছে। এটি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, আপনি নিজেই এটির প্রমাণ দেখতে পারেন। এর জন্য আপনার মোবাইলের Play store থেকে Easy বা All Currency Converter নামে একটি Apps Install করে সেখানে একপাশে BTC আর একপাশে BDT দিয়ে প্রমাণ দেখতে পারবেন। অথবা গুগল থেকেও দেখতে পারেন। ইতিমধ্যে Bitcoin এর প্রচলন পৃথিবীর অনেক দেশে চালু হয়েছে, এমনকি সেই দেশ গুলোতে Bitcoin এর ATM বুথও বের হয়েছে। আর সরাসরি এই Bitcoin দিয়ে সেই দেশ গুলোতে খুব সহজেই ক্রয়-বিক্রয় করা যায়।

২. TCC বা The Champ Coin চালু হয়েছে শুধুমাত্র ৩৫ পয়সা করে ১৪ জানুয়ারি ২০১৭ যা Champ Cash নামক একটি Advertising আউটসোর্সিং কোম্পানি বের করেছে। আর ইতিমধ্যে এই কোম্পানিতে ১.৫ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে। বর্তমানে TCC র মূল্য ৪০/৫০ টাকা হয়ে গেছে এবং আগামী ৫ বছরের মধ্যে এক একটি TCC র মূল্য Bitcoin এর মূল্যকে পিছিয়ে ফেলে দিবে। তার কারণ BTC র চেয়ে TCC র মূল্য প্রতি মাসে ১০০% বেড়ে যাচ্ছে।

………………..
হাফেজ মাসউদ

লেখার প্রতি মনোযোগ

এই সমাজের মাঝেই আমরা অনেকেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রকার ভাষা লিখে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায়, মনের কথাগুলো লিখতে গেলে বানানগুলো মোটেও ঠিক নাই।

আমি মনে করি, ভুল লেখার প্রতি অভ্যাস করলে ভুলেই হবে। তাই যতটুকু সম্ভব শুদ্ধ লেখার প্রতি মনোযোগ দেয়া উচিৎ।
……………………
হাফেজ মাসউদ