চোখের দো-তারা

চোখের দোতারে এক পাখি বসে আছে
আমার সমস্ত শিরা দোলনার গুন
জীবন কোথাও যদি কম করে বাঁচে
জন্মদিন-পাতা খুলে আবার নতুন

দুই-এ ঘোরা তানপুরা-পাখা সিলিংয়ের
বাংলাভাষার চুমু — অ, আ থেকে খিও
রোদের নরম ছাঁট, ভোরসেনাপতি
সবাই ঠিকানালেখা চিরকুট নিও

ঘিরে ব’সো তাকে ওই পাখির পালক
যত জল মেঘদায়ী, আশাবরী লোক
বলো: এ কবিতা-চাঁদ যতটুকু পোড়ে
তোমার আদরে, শুধু তোমার আদরে…

3 thoughts on “চোখের দো-তারা

  1. ছড়া পদ্য অথবা গদ্যানুভবের প্রকাশ অথবা জীবন ডায়েরি অথবা প্রবন্ধ
    আপনার রচনা গুলোতে অচেনা ভিন্ন মাত্রার একধরনের স্বতন্ত্রতা বিদ্যমান।

    অভিনন্দন প্রিয় চন্দন দা। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দুই-এ ঘোরা তানপুরা-পাখা সিলিংয়ের
    বাংলাভাষার চুমু — অ, আ থেকে খিও
    রোদের নরম ছাঁট, ভোরসেনাপতি
    সবাই ঠিকানালেখা চিরকুট নিও- বাহ!

মন্তব্য প্রধান বন্ধ আছে।