বন বিঁথিকা

বন বিঁথিকা

নিত্য কালে বন বিঁথিকা, ঋতুর ভাঁজে ভাঁজে সাজে। কখনো নাঙা। কখনো সবুজ পত্র পল্লবে। আবার ফুলে ফুলে সারা। আবার ফলের গন্ধ ভাসে ঋতুর মর্মগুনে। মন মাতালো পলাশ শিমুল, দক্ষিণা হাওয়া গায়। আগুন ঝরা পলাশ বনে, মন উদাস হয়।

বন বিঁথিকায়, ঝরা পাতার মর্ম বেদন; আঁধার রাতে জোনাক জ্বলে। জোছনা বিভাস এক ফালি, বন বিঁথিকায় স্বপ্ন বুনে। হাজার তারার রাত্রি যখন; বন বিঁথিকার সিঁথান জুড়ে রুপো কাঁঠি।

04, ফাল্গুন/1423/বসন্তকাল।

6 thoughts on “বন বিঁথিকা

  1. “আগুন ঝরা পলাশ বনে, মন উদাস হয়।
    হাজার তারার রাত্রি যখন; বন বিঁথিকার সিঁথান জুড়ে রুপো কাঠি।”

    সুন্দর লিখা। ভালো লাগা রাখলাম প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বন বিঁথিকায়, ঝরা পাতার মর্ম বেদন; আঁধার রাতে জোনাক জ্বলে। জোছনা বিভাস এক ফালি, বন বিঁথিকায় স্বপ্ন বুনে। হাজার তারার রাত্রি যখন; বন বিঁথিকার সিঁথান জুড়ে রুপো কাঁঠি।- ভালো লাগলো।

    শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।