তীব্র দাবানলের মতো পোড়খাওয়া হরিণীর প্রতিবাদ
মুখস্থ জীবনবিদ্যা যার আছে জানা
তার আঙুল থেকে চুঁইয়ে পড়ে সাম্যবাদ।
চারদিকে তবু চিৎকার – চেচামেচি
অধিকার! অধিকার!
অধিকার এত ঠুনকো কেন হবে?
পাবলিক বাসের মতো রোদের সওয়ার
দৃশ্যটি মোটেও করুণার নয়।
যে ক্ষীণ স্মৃতি স্ক্রল করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এর তালে তালে
আমরা তার নাম দিয়েছি বেশ্যাজীবন
আর গাছখেকো মানুষটা আমাদের পরম বন্ধু
খেয়ে ফেলছে কিশোরী গাছের সবুজ আঁচল
তারপরেও অধিকার! অধিকার!
তীব্র প্রতিবাদ দাবানলের মতো।
শব্দনীড়ে ইদানিং আপনার লিখা গুলোন অনেক বেশী পরিপক্ক এবং বিন্যাস পরিচ্ছন্ন লাগে।
একটি বিনিত জিজ্ঞাসা বিগত বইমেলায় প্রকাশিত গ্রন্থটিতে এই লিখা গুলোন কি ছিলো !!
অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়। বর্তমানে ফেসবুকসহ ব্লগে যে লেখাগুলো প্রকাশ হচ্ছে সেগুলো বইমেলায় প্রকাশিত বইয়ে নেই। বইমেলায় যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে তার সবগুলো কবিতাই লেখা হয়েছে ২০১৫ সালের শেষের দিকে এবং ১৬ এর প্রথম দিকে।