একটা আর্বান ফোক বা (গো)লোকগীতি প্রেম-কিশমিশ

কথা জানো মন জানো না
ও প্রেমিক, কাচ-বাসনা!
আনা চার খুঁজতে গিয়ে
লাখে অনাচার ক’রো না

জল কি বাঁধতে পারো?
বান যায় পড়শিঘরও
মিলমিশ না হয়ে দু’মন
প্রেম-কিশমিশ পেল না

হার্টস-এর টেক্কা চেপে
খ্যালো তাস খেপে খেপে
প্রেমে শর্ট নিতে গিয়ে
ও-শিওর পিঠ হবে না

ট্রেনে কত উঠল হকার
নিমে, নবী, যিশু অবতার
তারা সব ধরছে দোহার
মাঠে ফুল হাসে, টবে না…

1 thought on “একটা আর্বান ফোক বা (গো)লোকগীতি প্রেম-কিশমিশ

  1. চমৎকার লোকগীতি প্রেম-কিশমিশ। পড়তে গিয়েই সুর যেন কানে ভাসছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।