সাঁকো
কে জানিত জাগবে তুমি…
আমার পূর্ব-জন্মভূমি
আমার ছেলের চেয়েও ছোট!
সকালবেলা পড়তে ওঠো?
জালি লাউয়ের ডগার মতন
হাতের ঘায়ে ইন্দ্রপতন!
ক্রিকেট-চাঁদে লাগল জোয়ার
অফ কাটার আর তীক্ষ্ণ স্লোয়ার
খেলা যখন হিংসেগিরি
ধর্ম-ভূগোল-জাতভিখিরির,
তুমি এপার-ওপার সাঁকো।
হারিয়ে দিয়ে হাসতে থাকো!
নিজেকে সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন চন্দন দা।
হয়তো এই লিখাটিই আপনার উপস্থিতিকে দীর্ঘ একটি বিরতি বয়ে আনবে।
তারপরও চাইবো … আপনি থাকুন। আপনার লিখা আপনার পাঠকের সাথে থাকুক।