আশা-সঞ্জীব

আশা-সঞ্জীব

চাপা সূর্য খাদটাকে বেড় দিয়ে আছে
মার্জিত খাদের গায়ে ফুটে উঠেছে চাপা সম্মান
যতই সম্মান দেখাক আশা পারেখকে আমাদের
সঞ্জীবকুমার, রসকষসিঙাড়ার সেই চাপা খেলাটা
শুরু হচ্ছে। রামধনুর ছোট ছোট পা, পাগুলো
হাত রেখেছে খাদের কোমরে, আর ওমনি, চাপা খিদের
দুদিকেই একসঙ্গে কামড় পড়েছে…

1 thought on “আশা-সঞ্জীব

  1. আশা পারেখ এবং সঞ্জীবকুমার পরিচিত হলেও কবিতা বোধকরি সীমিতই হয়েছে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।