সংখ্যা লিখতে লজ্জা

সংখ্যা লিখতে লজ্জা

যেখানে মৃত্যুর পরিসংখ্যা নেই
সেখানেই ইতিহাসের বোবা কান্না-
কারা বা মজা নিচ্ছে,
কথায় বা মৃত্যুর ঠিকানা!
একটা মৃত্যুর পরিসংখ্যা লিখো-
খুব বেদনা।

সব ভাবনার চক্ষুতে বুঝি
লজ্জা পাও খুব-
মৃত্যুটা যদি নিজের হতো
বলো কথায় মারবে কুব;
বুদ্ধরা স্বর্ণের অক্ষর মুছে দিবে
ইতিহাস খাবে সুব।

নোংরা রাজনৈতিক খপ্পরে
মানবতা সংখ্যাহীন-
মৃত্যুটাও আজ করেছে উদাসীন-
ঠিক শিকারী পাখির মতো কান্নাহীন
অতঃপর প্রতিহিংসা মৃত্যুর
পরিসংখ্যা চাই প্রতিদিন।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “সংখ্যা লিখতে লজ্জা

  1. যেখানে একটি মৃত্যুর পরিসংখ্যান বেদনার সেখানো সহস্র অথবা লক্ষ্। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।