আমি উন্মাদ আত্মজীবনীতে

আমি উন্মাদ আত্মজীবনীতে

কাল বিকেলবেলা পাড়ার গলিতে পৌঁছে তোকে
ছুঁড়ে ফেলেছি রাস্তায়, কনুইভাঙা বডি আস্তে সোজা
হচ্ছে — একটা পিঁপড়ে ভয় পেল। আমি হাঁটলাম বাড়ির দিকে,
তোকে চাপা দিচ্ছে খড়ম জুতো শ্রীখাদিম। পাড়ার দোকান থেকে
টুথব্রাশ কিনছি, বোতলের বাঁচা জল আহ তোর গায়ে উপুড়
করল টিউশানি-ফেরত ছাত্র। আমি স্নানগেঞ্জিপাজামা —
টিভি নিয়ে বসলেই তোর পেটের ওপর উঠে দাঁড়াবে শেয়ার ট্যাক্সি
হরিদেবপুর একজন হরিদেবপুর; একজন যে আপনার চাকার নিচে
আলুপোস্ত তা তো দেখছো না! দেখছিলাম ডিসকাভারিতে আটলান্টিকের
ভেতরে সমুদ্রমাছ আমি ডাইনিং টেবিলে বসে, এক মাতাল খক করে কফ
ফেলছে, একটুর জন্যে তোর গায়ে লাগল; হাওয়া দিল এখানে,
ওখানেও, দেশি মুরগির বাচ্চা হয়ে উড়লি নর্দমার কোলে কোলে।
তারপর আমিও আলো নিভিয়ে বিছানায় বসেছি, চোখ বন্ধ,
ওমনি শিরদাঁড়ার ওপর-পিঠে ফটাশ করে খুলছে সবুজাক্ষি,
সবুজ জ্যোতিষ্ক-আলো ঘরদরজা, শিউলিগাছ পার হয়ে টেলিফোনবুথ
রিকশামোড় স্ট্যাচু করে এক দৌড়ে গিয়ে পেছন থেকে জাপটে
ধরেছে তোকে…… আস্তে করে ধুলোমাখা মুখ ভেসে উঠল
সোনি-র পর্দায়, কাগজের খসখসে গলায় বলছিস রক্তাক্ত
সন্ধেবেলাটার অপমান, আগামিকাল তোর কপালে কী আছে
আগামি পরশু মরে আবার কাঠ হয়ে যাওয়ার আগে —
বলতে বলতে হা হা করে কেঁদে উঠছিস রে সোনা, আমার
বারোর সি বাই দুই বাসের টিকিট

2 thoughts on “আমি উন্মাদ আত্মজীবনীতে

  1. ভিন্ন এবং অনন্য। স্বতন্ত্র ধারার লিখা। কথা গল্পের মতো চটজলদি পড়ে নেয়া যায়।
    অভিনন্দন প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।