পদ্য : মুক্তজবা
কবিতার চুরমার অ্যাশট্রে ছাড়া আমি আর কীই বা, বলো তো!
পালিয়ে এসেছি তারা-বারান্দায়, মানুষের গন্ধে থতমত
কতবার ফাল্গুনের টিকা চোখে নিয়েছি যে, ভালোবাসাটিকা
গোঘাট-সুবর্ণপুর পারাপারে ব্যস্ত সব মধুমক্ষিকা
জানলা বন্ধ করো , অথবা গলায় ফোটে মৌমাছিপালক
আত্মা-উপুড় দিয়ে শেষ লিখছে একটুতেই মরে যাওয়া লোক!
তবুও অন্ধ-আমি পা-হারা প্রেমের কাঁধে উঠে যাই রোজ একবার
দুজনে কীভাবে যেন পার হবো গিরিখাত… মুক্তজবার
আত্মা-উপুড় দিয়ে শেষ লিখছে একটুতেই মরে যাওয়া লোক!
তবুও অন্ধ-আমি পা-হারা প্রেমের কাঁধে উঠে যাই রোজ একবার——–অসাধারণ লাগল কবি দা অনেক শুভ কামনা জানাই
ওয়াও প্রিয় চন্দন দা। ওয়াও।
সুন্দরম। অজস্র শ্রদ্ধা প্রিয় কবিদা। প্রণাম।