নিদারুণ অন্ধকার
তারপর আলো কেটে গেলে এইসব অন্ধকারের সাথে বসবাস
অন্ধকার মানে রাগের লহরী
অন্ধকার মানে কবর জগৎ
অন্ধকার মানে ক্ষীণ আর্তনাদ
অন্ধকার মানে রোমাঞ্চে ভরপুর শরীর
সুখ! সুখের সাথে চলে জোড়াজুড়ি
শরীরের ভেতর ঢুকে যায় গুহা
শুধু পায়ের ছাপ থেকে যায়
ধূসর পৃথিবীতে কেউ কেউ একা থাকে
জলছাপ রেখে যায় নিদারুণ বেলায়।
শুধু পায়ের ছাপ থেকে যায়
ধূসর পৃথিবীতে কেউ কেউ একা থাকে
জলছাপ রেখে যায় নিদারুণ বেলায়।———ভাবনার অন্তরায়
অনেক শুভেচ্ছা রইল কবি——-
কাব্য কথায় জীবনের ছোঁয়া। অভিনন্দন প্রিয় কবিবরেষু। শুভ সন্ধ্যা।
আপনার লিখা বেশ ভালোই লাগে কবি দা। ভাল থাকুন ভাল লিখুন।