বৃক্ষা

আমি লিখে যেন বৃক্ষাকে খুশি করতে পারি

তাকে ডেকে এনে পুড়িয়েছি ভালোবাসামাঠের শ্মশানে
ছাইসুর্মা চোখে প’রে লিখেছি পৃষ্ঠা জুড়ে আছাড়িপিছাড়ি

এবার আকাশ ভেঙে উঠে যাক কিস্তিমাৎ মৃত্যুর মানে…

[‘সন্তানপ্রণাম’ বইতে আছে]

4 thoughts on “বৃক্ষা

  1. সন্তানপ্রণাম’ প্রকাশনার অংশ বিশেষ পড়লাম বটে; কিন্তু অন্যান্য পর্ব পড়বার তৃষ্ণা কিন্তু বাড়িয়েই দিলেন। শুভেচ্ছা কবি চন্দন ভট্টাচার্য দা। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।