মৃত মানুষের মুক্তি কি ?
মানুষ মরার পর পৃথিবীর সকল
অবয়ব তাঁর জীবনগ্রন্থ থেকে প্রত্যাবর্তন করে।
মানুষ মরার পর তাঁর কিছুই প্রাপ্তি নাই;
মাটির সাথে, মাটির মাঝে নিঃশেষ হবে
এভাবেই মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়।
প্রিয়তমার নাকে তাঁর ঘ্রান থাকবে না
প্রিয় বাবা মায়ের চোখে তার স্বপ্ন থাকবেনা
পাশাপাশি স্মৃতি হাতড়ানো
কোনো ছায়া থাকবেনা।
থাকবে শুধু একরাশ কান্না
থাকবে শুধু ফেলে আসা কাকতাঁড়ুয়া অতীত।
9 thoughts on “মৃত মানুষের মুক্তি কি ?”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
থাকবে শুধু ফেলে আসা কাকতাঁড়ুয়া অতীত।- চমৎকার শব্দচয়ন
বাহ দারুন লাগল কবি,,,,,
কবিতায় দারুণ আত্মোপলব্ধি উঠে এসেছে। গ্রেট শামীম।
মুগ্ধ হলাম কবি
অনেক ধন্যবাদ ও শুভাগত।
ধন্যবাদ প্রিয় প্রকৃতির কবি, মান্নান ভাই
ধন্যবাদ জামান ভাইয়া।। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
অনেক অনেক থ্যাংস ভাই
মানুষ মরার পর তাঁর কিছুই প্রাপ্তি নাই;….
বিষটি আপেক্ষিক
লেখা ভালো লাগলো
শুভকামনা থাকলো।