আজ সারা দিন আকাশ দেখা হল না
আজ সারা দিন,
আকাশ দেখা হল না!
দেখছি,
ভোর হল সকাল হল
টান টান শরীরের আড়মোড়া ভেঙ্গে
দাঁতব্রাশ
মুখ ধৌত; তার পর নাস্তা
ফিট ফাট,,টাটা বাই বাই
অফিসের জন্য পালাই!
যান বাহন পাড়ি,
ঠিক ঠাক অফিসে ফিরি
এই যে ঢুকা, চেয়ার আর ডেস্ক
স্যার সাতটা বাজে;
টনক নড়েছে এবার, সাঁঝ ঘোর একটু যেতে হবে
নীলক্ষেত! রং তুলি আর ড্রইং খাতা
মেয়ের স্কুলের ফরমাইস
রাস্তার নিয়ন আলোতে
ভেসে যায় আকাশ নীলের
মৌণতা।
১৬, মাঘ/শীতকাল/১৪২৩
ভালো লাগলো আপনার অনুভূতি
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
কবি পারলে আকাশ দেখুন,,,,,,,
রং তুলি আর ড্রইং খাতা
মেয়ের স্কুলের ফরমাইস
রাস্তার নিয়ন আলোতে
ভেসে যায় আকাশ নীলের
মৌণতা। – অয়সাধারণ!!
মামুন ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,
বাহ! ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাল থাকুন এই শীতে,,,,,,,,,,,,,,,,
ভালো লাগল কবি
kobi amr,
অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধু।
ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,,,,,,,
ভোর হল সকাল হল
টান টান শরীরের আড়মোড়া ভেঙ্গে
দাঁতব্রাশ
মুখ ধৌত; তার পর নাস্তা
ফিট ফাট,,টাটা বাই বাই
অফিসের জন্য পালাই!
সালাম নিন প্রিয় কবি
ভাল আছেন আশা করি