এই পথে, কত শত পথিক চলাচলে?
এই পথে, কত শত পথিক চলাচলে?
দেখে দেখে নিত্য ব্যাথা বুকে টলে;
যদি আসে, বটের ঝুড়ির নিত্য শীতল হাওয়া গায়ে
পথিক জিরয় প্রশান্তির আবেশে।
হাওয়ার নাচন, পাতার পত পত গানে
স্মৃতির আকন্ঠ তৃঞ্চা বুনে আনমনে
আকাশ দেখে দেখে যাতনার নির্ঝর বারি ঝরে।
যদি সে, পথ ভুলে আসে এই পথে
পথের ধুলোয় তার নন্দন পাদুকার চিহ্ন আঁকে
পথ তারে সহিঞ্চু আঁচলে বাঁধবে বলে
আগাছার লকে লকে বেনুফুল,
মন কারবে তার!
ধ্রুবতি দক্ষিণা হাওয়ার গান মাতাবে তারে।
খসে পরা শঙ্খচিলের পালক!
তার যুগোল পাদুকার সমুখে;
স্মৃতির আলখেল্লা উড়ায়।
১৪২৩/২২, ফাল্গুন/বসন্তকাল।
কবিত ভাল লেগেছে প্রিয় মান্নান ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আনু ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,
এ যেন জীবনানন্দ পড়ছি।
কবি ভাইকে আমার ভালোবাসা,,,,,,,,,
‘স্মৃতির আকণ্ঠ তৃষ্ণা বুনে আনমনে …
আকাশ দেখে দেখে যাতনার নির্ঝর বারি ঝরে।’
কবিতার শব্দে অবগাহন করি প্রিয় বন্ধু। শুভ সন্ধ্যা।
আমার প্রাণের ভালোবাসা বন্ধু,,,,,,,,,,,,,