দ্বিধা, সাহস

দ্বিধা, সাহস

একদিন মুখিয়ে ছিল বাসনা
তোমার নন্দন রুপের পরতে পরতে
কোথায় মুক্তটা আছে?
খুঁজার প্রয়াসে;
তপ্ত কত কাল কেটেছে মগ্নতায়!
জানতেই পারনি তুমি;
খেয়াঘাটের মাঝির মতো
পথিকের অপেক্ষায় অপেক্ষায়
কেটেছে প্রনমি সকাল, সন্ধ্যা, কাল।

দ্বিধা, সাহস
খুব করে সংসয়ে পুড়িয়েছিল
বাসনার আপাদোমস্তক!
সেই পোড়া দাগই এখন
দগ দগে বিরহের নামান্তর

আজ ২৮ ফাল্গুন ১৪২৩

15 thoughts on “দ্বিধা, সাহস

  1. বেশ সুন্দর লিখেছো প্রিয় বন্ধু। ওয়াও। ভালো লাগে তোমার লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দ্বিধা, সাহস
    খুব করে সংসয়ে পুড়িয়েছিল
    বাসনার আপাদোমস্তক!————–করকরা মান্নান দা

  3. সেই পোড়া দাগই এখন বিরহের নামান্তর – ভালোই লিখেছেন । শুভকামনা জানবেন ।

    1. বসন্ত শুভেচ্ছা,,,,,,, ভাল থাকুন সব সময়,,,,,,,,

  4. দারুন মান্নান দারুন।

    ছোট মন্তব্য কিন্তু ভাববেন না পড়ে মন্তব্য করছি।

    1. ছোট মন্তব্য কিন্তু ভাববেন না, না পড়ে মন্তব্য করছি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।