কিসের অপেক্ষায়!

সেই সম্বোধনহীন চিঠি অনেকদিন পর আজ আবার লিখতে বসলাম তোমাকে। অসময়ের হঠাৎ বৃষ্টির এই সকালে টেবিলে ছড়িয়ে থাকা কাগজ কলমে চোখ পড়তেই মনে হল তোমাকে লিখি।

চারদিকে কেমন উদাস হাওয়ার ছুটাছুটি। ইট কাঠের শহরের উঁচু দালানের ফাঁকে দেখতে পাওয়া এক চিলতে আকাশের গায়ে কালো মেঘেদের উড়াউড়ি। তাকিয়ে থাকতে গিয়ে গুনগুন করি…

“মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা।”

মন খারাপ ভাব দূর করার জন্য কফি বানিয়ে আনলাম আর তোমাকে লিখতে বসলাম তাতে চুমুক দেয়ার ফাঁকে। তুমিতো জানোই তোমাকে লেখার সময়টুকু কতটা উপভোগ করি আমি।

চারপাশটা বড্ড অদ্ভুত লাগে, জানো? এই যে দেখ আমার বারান্দায় টবের গাছের নতুন গজানো পাতাগুলো এই অপ্রত্যাশিত বৃষ্টিতে ভিজে কেমন আনন্দে ঝলমল করছে। অথচ ঠিক তার উপরে কার্নিশে বসা একটা আধভেজা চড়ুইপাখি জড়সড় হয়ে বৃষ্টি থামার অপেক্ষায় আছে। একটা রোদ ঝলমল দিনের অপেক্ষায় আছে।

“মেঘের দেশে রোদের বাড়ী পাহাড় কিনারায়
যদি মেঘ পিয়নের ডাকে সেই ছায়ার হদিস থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্খায়
কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ীর বারান্দায়, ছোট্ট বাগানটায়।”

আমি কিসের অপেক্ষায় আছি বলতে পারো?

ভাল থেক।

নীল…

20 thoughts on “কিসের অপেক্ষায়!

  1. বড্ডো হিংসে হয়। বড্ডো ভালো লাগে। নিজেকে বড্ডো শব্দ প্রতিবন্ধী মনে হয়।
    এমন অসাধারণ বোধনের লিখা পড়লে নিজেকে অসহায় মনে হয়। মনে হয় … লিখি।

    লিখা হয় না। চোখের সামনে বিশেষ কাউকে আর দোলা দিয়ে উঠতে দেখি না। খটখটে ক্ষয়িষ্ণু জীবনের যুদ্ধে পরাজিত সৈনিকের অবয়ব চোখে ভাসে। হু এ্যাম আই !! … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    1. আপনার মুখে হতাশার কতগা একদমই মানায় না। আপনাকে আমি একজন আশাবাদী মানুষ হিসেবেই জানি। অবশ্যই আপনি আবার লিখবেন আমাদের জন্য।

      1. :) আকাঙ্খা মানুষকে বাঁচিয়ে রাখে। আমিও তেমনি বাঁচি। একরাশ আকাঙ্খায়।

  2. “মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
    মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা।”—
    বাহ সুন্দর————https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আপনার এই অসাধারন চিঠিটির একটি উত্তর তৈরী করেছি
    ”চিঠির পত্র ২”
    আশাকরি ভুল হলে ক্ষমা করবেন।
    শুভকামনা থাকলো।

    1. আপনার অসাধারণ উত্তর পেয়ে আমি আপ্লুত। ধন্যবাদ জানাই।

  4. তুমি কফি নিয়ে বসলে ……
    আর আমি প্রতিক্ষায় আছি তোমার বানানো চা খেতে … । কি জান প্রতিদিন তিনবার কফি খেতে খেতে ভাবি চা বানানো একটা আর্ট । সবাই ভালো চা বানাতে পারে না ।
    কতোদিন দুধ চা খাই না …
    ধোঁয়া উড়ছে…। তুমি এক হাতে আঁচল সামলাতে সামলাতে সামনে এসে দাড়ালে আমি বই থেকে চোখ তুলে তোমার দুষ্টমি মাখা হাসি …।
    কতদিন কতদিন …। এভাবেই দিন চলে যায় ।

    1. আরে বাহ্, কি অপূর্ব সব লাইন।
      সত্যি বলছি এত দিন পর শব্দনীড়ে ফিরে এসে দারুন লাগছে।
      ভাল থাকবেন।

    1. অনেক ভাল লেগেছে চিঠির ভাব ভাষা।

      1. আমিও লিখিনি বহুদিন।
        আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
        ভাল থাকবেন।

  5. দূর্দান্ত।
    চিঠি নয় যেন জীবন্ত কবিতা।
    ভাল থাকুন নিরন্তর https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।