শুধু কিছু প্রশ্ন সুধাবার?

শুধু কিছু প্রশ্ন সুধাবার?

সে দিন ঝরাপাতার দিনে
এসেছিলে আমার দ্বাড়ে,
কি জানি কি বলবে বলে?
এলোমেলো কেশরাশি উড়ছিল হাওয়ায়।

কপালে ছিল না কোন চেনা টিপ
খুব অস্থির অন্যমনস্ক বেশ,
চাঁদোয়া আঁচল অগোছাল
চোখের নিচে বেশ জমেছে কালো দাগ।

বললাম অভয় দিয়ে,
ভিতরে এসো, একটু না হয় বসে যাও!
একটু জলপান
তার পর না হয় শুনবো তোমার কথা।

অভিমান, সবটুকু বাসনা তোমার
নিয়েছে লুটে চুপিসারে;
তাই তো রাগ দ্রোহ সব জেগেছে বুকে
শুধু কিছু প্রশ্ন সুধাবার?

আজ ২৯ ফাল্গুন ১৪২৩

6 thoughts on “শুধু কিছু প্রশ্ন সুধাবার?

  1. কবিতায় অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতাটি ঠিক মান্নান ভাইয়ের কবিতার মতো লাগছিল না। বৈচিত্রময়, বেশ অনেকটা অন্যরকম।

    আপনার কল্যাণ হোক।

    1. তবে শিরোনামে প্রশ্নবোধক চিহ্ণ!!

      আমার জানা নাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।