পালা গান

সংকটপূর্ণ পালা গান হচ্ছে
শুনতে বেশ ভালোই লাগছে-
তবুও কথায় জেনো-সুর ছন্দ তাল লয়ে
অভূতপূর্ব দণ্ডে জ্বলছে প্রাণ;
কখনো রঙধনুর তাল , কখনো সুনামির
বজ্রাগ্নি মেঘের রক্তবান-
পালা গান ।

কখনো সোনালী রোদ্দুর ছায়াহীন মিছিলের টুনটান-
তবুও পালা গানের গা হাঁফছে না
দমও ছাড়ছে না-
গলাবেড়ে ফাল্গুনের আগুন- তাঁর জন্যেই
ফুটছে শিমুল -কৃষ্ণচূড়ার ফুল !
পালা গান !

হয়তো একদিন পালা গানের উচ্ছ্বাস থেমে যাবে !
নিত্য নতুন কণ্ঠ স্বর শুনবো
নতুনত্ব পালা দল বাঁধনের সুর পাবো;
এভাবেই পালা গানের চলন্ত ট্রেনের হবে ইস্টেশন-
কত দাবিদবা কত ধাঁধা ছলকের পুড়া ছাই উড়ন।
পালা গান ।

১৩/০৩/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “পালা গান

  1. এই লিখাটি আপনার বেশ আলাদা মানের মনে হলো। সুন্দর।
    অভিনন্দন প্রিয় কবি মি. সরকার। এগিয়ে যান। জয় সুনিশ্চিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বরাবরের মতই সুন্দর কাব্য। শুভ কামনা রইলো।

  3. বেশ একটু অন্যরকম, বেশ অনেকটা ভাল লাগা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।