বিবর্তন বীজে অঙ্কুরোদগম

বিবর্তন বীজে অঙ্কুরোদগম

বিবর্তন বীজে অঙ্কুরোদগম
প্রথম যে বীজ মৃক্তিকা কোলে নিয়েছিল ঠাঁই
না কি মৃত্তিকা দিয়ে ছিল আশ্রয়?
সেও তো কালের বিবর্তন; মৃত্তিকায় পরেছে চাঁপা
সেই বীজেই
যুগে যুগে কালে কালে
শস্য মগ্নতা পৃথিবী জুড়ে
আহার সমগ্র; ভয়াল যুদ্ধ বিগ্রহ
খরা, অনাহার! আহার দ্রোহ যুগে যুগে
বৃত্তের সীমায় যেন বার বার ফিরে আসার
এ এক নন্দন খেলা।

৩০ ফাল্গুন ১৪২৩

4 thoughts on “বিবর্তন বীজে অঙ্কুরোদগম

  1. বিবর্তন বীজে অঙ্কুরোদগম।
    বৃত্তের সীমায় যেন বার বার ফিরে আসার এ এক নন্দন খেলা। ___ কথাটি দারুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।