করোতালি বাজায় নৈঃশব্দ

করোতালি বাজায় নৈঃশব্দ

দক্ষিণা বাতাসের সাথে,
বন্ধ্যা সময় যেন!
করোতালি বাজায় নৈঃশব্দ।

ঢলে পরেছে বেলা
আত্মস্থ সারা দিনমান
অনলে পোড়ায়
পূণ্য জমে ছিল যতটুকু!
কিয়দংশ
মিশে গেল
সোনাতনা হাওয়ায়
বাঁকিরা সব
চুষে নিল;
মৃত্তিকার শরীর।

ডুবেছিনু,
ডুবসাঁতারে জীবনভর
করিৎ কর্মা বলে কথা!
ফিরে এলো,
সেই সোনাতন আনা পয়সা।

১৪২৩/১৬, চৈত্র/বসন্তকাল।

6 thoughts on “করোতালি বাজায় নৈঃশব্দ

  1. কবিতা পড়লাম প্রিয় বন্ধু। জীবনের রুটিন কি বদলে ফেলেছো নাকি বন্ধু !!
    কবিতার জন্য শুভেচ্ছা জেনো। শুভ সন্ধ্যা। :)

    1. হা বন্ধু একটুতো বদল হইছেই,,,,,,,,,,স্বস্থিতে সময় কাটছে না,,,,,ভাল থেকো, জীবন সুন্দর হউক,,,,,

    1. আমার ভালোবাসা জানবেন ভাই, এই বসন্তে ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।