ধুলোর আস্তর ঝেরে বেড়িয়ে আসে

ধুলোর আস্তর ঝেরে বেড়িয়ে আসে

ফটো এ্যালবাম
গুচ্ছিত ছিল যত স্মৃতি; পুরানো আকড়
পাতা উল্টালেই যেন ইতিহাস কথা কয়।
প্রজন্ম পরম্পরা
যেন পিতামহের আদেশ; বাসি হয় না আজও
কত কত চিরকুটের বন্ধ্যা বাহক?
অথচ দিন বদলের কাল
সেই বাহক টানেনি কখনও; খুঁজিতে তারে
আপাত মস্তক জুড়ে খতিয়ানে নাম নাই তার।

বাদ বাকিরা ফেরারি
চিরকুটে কোন চিহ্ন আঁকা নেই; তাই ফিরে নাই
চন্দনের গন্ধ নিয়ে উড়ে যায় মেঘের ছায়ায় বাতাস।
উত্তরাধিকারি নই
ফটোর দায়ভার তা কালের পরম্পরা; ইতিহাসের পুচ্চ
ধুলোর আস্তর ঝেরে বেড়িয়ে আসে, তেল রং পোট্রেট।

১৪২৩/২২, চৈত্র/বসন্তকাল।

1 thought on “ধুলোর আস্তর ঝেরে বেড়িয়ে আসে

  1. লিখায় বেশ কিছু টাইপো রয়ে গেছে।
    তারপরও লিখার প্রয়াস সুন্দর। ভালোবাসা জেনো বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।